সনি রামানির একক আলোকচিত্র প্রদর্শনী 

‘বিপন্ন প্রকৃতি ও পরিবেশ’ শিরোনামে ফটোসাংবাদিক সনি রামানির প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীটি শুরু করা হয়েছে। প্রদর্শনীটি আগামী ২০ থেকে ২৪ এপ্রিল প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।1000315146

এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত বাস্তবতা নথিভুক্ত করে আসা সনি রামানি এই প্রদর্শনীর মাধ্যমে রাজধানীর পরিবেশগত অবক্ষয়কে নির্মোহভাবে তুলে ধরেছেন।1000315147

এই প্রদর্শনীতে ৬০টিরও বেশি আলোকচিত্র এবং একটি ভাবনাপ্রবণ ভিডিও ইনস্টলেশন প্রদর্শিত হয়েছে, যার মাধ্যমে ঢাকার চলমান পরিবেশগত সংকটের একটি চিত্রময় বিবরণ তুলে ধরা হয়েছে।

1000315144আলোকচিত্র প্রদর্শনীর বিষয়ে সনি রামানি বলেন, "একজন ফটোসাংবাদিক হিসেবে আমি গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপট নথিভুক্ত করেছি এবং ঢাকায় দূষণ ও পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহ প্রভাব প্রত্যক্ষ করেছি। এই প্রদর্শনীর মাধ্যমে আমি এই গুরুতর ইস্যুগুলোকে চিত্রের মাধ্যমে তুলে ধরতে চাই, যাতে টেকসই নগর উন্নয়ন ও পরিবেশ নীতিমালা নিয়ে সচেতনতা ও সংলাপ সৃষ্টি হয়।"

প্রদর্শনীটি চারটি মূল থিমে সাজানো হয়েছে:

১. নীরব ঘাতক বায়ু দূষণ: অনিয়ন্ত্রিত গ্যাস নিঃসরণ ও শিল্প ধোঁয়ার প্রভাব।

২. জলাধারের মৃত্যু: নদী ও হ্রদের দূষণের ভয়াবহতা।

৩. বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা-আবর্জনার নিচে ঢাকা শহর: বর্জ্য নিষ্পত্তির ব্যর্থতা।

৪. হারিয়ে যাচ্ছে সবুজ- ঢাকার কংক্রিটের জঙ্গল: অনিয়ন্ত্রিত নগরায়নে প্রাকৃতিক স্থানগুলোর বিলুপ্তি।