চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবি জানিয়েছে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি। শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সমিতির আহ্বায়ক এম এ হাশেম রাজু বলেন, বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি চট্টগ্রাম বন্দর। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু, আমাদের এই চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ৬ লাইনটি উন্নীত করা হয়নি। আমরা এটি উন্নীত করার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, আমাদের এই দাবি বর্তমান সরকার মেনে নেবেন। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।
ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খানের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হানিফা, মো. মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন প্রমুখ।