মগবাজারে হাত-পা বেঁধে নারীকে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টা

রাজধানীর মগবাজার আম বাগান রোডের একটি বাসায় ঢুকে মুখে স্প্রে করে হাত-পা বেঁধে এক নারীকে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ওই নারীর নাম মোছা. জান্নাতুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হাতিরঝিল থানাধীন বাসা নং- ২৮৬/৪ এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ওই নারী ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আহত ওই নারীর স্বামী মো. রাকিবুল হাসান বলেন, দুপুরে আমি কাওরান বাজারে বাজার করতে গিয়েছিলাম। বাসায় ফিরে এসে দেখি বাহির থেকে রুমের দরজা লক করা। অনেক ডাকাডাকির পরেও আমার স্ত্রীর কোনও সাড়া-শব্দ নেই। পরে রুমের ভেতরে ঢুকে দেখি ফ্লোরে পড়ে আছে। তার হাত, পা, শরীর টেপ দিয়ে বাঁধা। মুখের মধ্যে কাপড় ঢোকানো। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতাল, পরে বিকালে ঢামেক হাসপাতলে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসি।

তিনি অভিযোগ করে আরও বলেন, মাস্ক পরিহিত এক ব্যক্তি দুপুরে রুমে এসে দরজার নক করে বলেন কোর্ট থেকে এসেছি। তখন তার স্ত্রী বলে রাকিবুল তো বাসায় নেই। মাস্ক পরা ওই ব্যক্তি বলেন কাগজটা দিয়ে চলে যাবো। দরজা খোলা মাত্রই তাকে মুখে স্প্রে করে কসটেপ দিয়ে হা-পা বেঁধে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টা করে। পরে ওইভাবেই ফ্লোরে রেখে চলে যায়। এ সময় ওই ব্যক্তি বারবার বলছিল তোকে মেরে তোর স্বামীকে ফাঁসাবো।