সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, ইন্টারনশ্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে কয়েকটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা স্থানান্তর করে আরামিট সিমেন্টের দায় শোধ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।