সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, বেনজীর আহমদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়া ১১টি ব্যাংক হিসাবের রয়েছে ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকা।

আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধান দলের সুপারিশে বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, বেনজীর আহমেদের স্ত্রী সাহিনা আহমেদের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরমধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকার।

স্বামী বেনজীর আহমদের সহায়তায় সাহিনা আহমেদ পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রেখেছেন, যা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশে এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।