রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় ইয়াসিন আহম্মেদ সান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৬ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ মার্চ রাতে মগবাজার ফ্লাইওভারের ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুইজন দুষ্কৃতকারী ল্যাম্প পোস্টের তার কেটে নিচ্ছিল- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। এ চুরির সঙ্গে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক চুরির ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইয়াসিন। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাঁও থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার চুরির ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।