সালমান-আনিসুল-কামরুলসহ নতুন মামলায় গ্রেফতার ১০

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নতুন মামলায় গ্রেফতার হয়েছে ১০ জন। 

অন্যারা হলেন- সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। 

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখান। এদিন সকাল ৯টায় আসামিদের আদালতে হাজতখানায় হাজির করা হয়। এরপর ৯টা ৫০ মিনিটে তাদের আদালতে উঠিয়ে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালতে সেটি মঞ্জুর করেন। 

আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের অফিসার ইনচার্জ কাজী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। 

মামলাগুলোর মধ্য- আনিসুল হককে শাহবাগ থানার ১, মুগদা থানার ১ ও যাত্রাবাড়ী থানার ৫, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মুগদা থানার ১, যাত্রাবাড়ী থানার ৪, জুনাইদ আহমেদ পলককে মুগদা থানার ১ ও যাত্রাবাড়ী থানার ৩, শাহজাহান খানকে যাত্রাবাড়ী থানার ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে যাত্রাবাড়ী থানার পৃথক ১ মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।