‘পহেলা বৈশাখে আগের মতো ফুল বিক্রি হয় না’

বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখকে মহাসমারোহে উদযাপন করে বাংলাদেশের জনগণ। নববর্ষ ঘিরে উৎসবের রঙে রঙিন হয় সারা দেশ। এদিন শাহবাগের ফুলের দোকানগুলোতেও বিক্রি হয় নানা ধরনের ফুল। তবে ধীরে ধীরে নববর্ষে ফুল বিক্রি কমে যাচ্ছে বলে মনে করছেন শাহবাগের ফুল ব্যবসায়ীরা।

এবছর নববর্ষেও ফুল বিক্রি অপ্রত্যাশিতভাবে কমেছে বলে জানিয়েছেন দোকানিরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বাংলা ট্রিবিউনকে এ কথা জানান শাহবাগের ফুল দোকানিরা।

দোকানিরা বলছেন, আগে প্রতি নববর্ষসহ প্রধান প্রধান উৎসবগুলোতে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ফুল বিক্রি হতো। ধীরে ধীরে সেই বিক্রি কমেছে। গত ২ বছর ধরে রমজানে পহেলা বৈশাখ হওয়ায় বিক্রি অনেক কমে গেছে। এ বছর বিক্রি আরও কম। এখন ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রিও অনেকসময় হতে চায় না।

দোকানি আবুল হোসেন বলেন, পুলিশ চার পাশে ব্যারিকেড দিয়ে রেখেছিল, এজন্য মানুষও বেশি আসতে পারেনি। বিক্রিও খুব বেশি ভালো না। আর গত ২ বছর ধরে রমজানে পহেলা বৈশাখ হওয়া— তখনও বিক্রি ভালো ছিল না। আগে অনেক বিক্রি হতো। এ বছর মোটামুটি ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হয়েছে।

আরেক দোকানি ওয়াহিদুল খান বলেন, রমজানে তো ব্যবসাই করিনি। তার আগে অনেক ভালো বিক্রি হতো। এ বছর বিক্রি তো ভালো হয়নি বরং লস হয়েছে। ৪৮ হাজার টাকার ফুল কিনে ৩২ হাজার টাকা বিক্রি করতে পারছি। পুলিশের ব্যারিকেড কোনও  সমস্যা না। এবছর ফুলের চাহিদাই কম।

দোকানি খালেক মৃধা বলেন, ফুল এখন কেউ কিনতে চায় না। আগে পহেলা বৈশাখে ৫০ হাজার টাকার বেশি ফুল আনাহতো, পুরোটা বিক্রিও হতো। এ বছর অনেকে ১৫ হাজার টাকার ফুল এনেও বিক্রি করতে পারেনি।