রাজধানীর হাতিরঝিল থানাধীন সোনারগাঁও হোটেলের সামনে থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কমলা রঙের শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে ফুটপাতে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাথা থেঁতলানো অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই শাহিন আরও বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।