রমজান মিয়া হত্যা: ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা শুভ কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত রমজান মিয়া জীবন হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান সেখ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এদিন মামলার মূল নথি না থাকায় বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে ১৪ এপ্রিল রাত দেড়টায় রাজধানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামন গেলে গুলিবিদ্ধ হন। এরপর থেকে ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর গত ৯ অক্টোবর মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. জামাল উদ্দীন। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।