দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় দুই জন কর্মীর মৃত্যুতে রড তৈরির কারখানা জিপিএইচ ইস্পাত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রবিবার (১৩ এপ্রিল) কোম্পানির পক্ষ থেকে উপদেষ্টা ওসমান গনি চৌধুরী সই করা এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

তিনি বলেন, রবিবার সকাল ১০টা নাগাদ জিপিএইচ ইস্পাতের ইসিআর ভবনে দুর্ঘটনা ঘটেছে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভার বহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। হোয়েস্টটি শুধু মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও নূরুর সাফা নামে ঠিকাদারের অন্তর্ভুক্ত দুই জন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সঙ্গে উঠেন। এতে হোয়েস্টটির অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই আহত হন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জিপিএইচের এম্বুলেন্সে আহতদের জিপিএইচ মেডিক্যাল টিমের সদস্যসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় জিপিএইচর পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এর আগে, রবিবার সকালে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার জিপিএইচ ইস্পাত রড তৈরির কারখানায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) এবং মীরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে মো. রিফাত (২৬)। তারা দুজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করতেন।