বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের গ্রেফতার: এইচআরএফবির নিন্দা

সাবেক মিস আর্থ বাংলাদেশ ও অভিনেত্রী মেঘনা আলমকে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে বিশেষ ক্ষমতা আইনে (এসপিএ) গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। রবিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

বিবৃতিতে এইচআরএফবি জানায়, গত ৯ এপ্রিল রাতে মেঘনা ফেসবুক লাইভে থাকা অবস্থায় পুলিশ পরিচয়ধারী কয়েকজন তার বাসায় প্রবেশ করে লাইভ বন্ধ করে দেয় এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে সেই ভিডিও মুছে যায়। পরে ১০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংগঠনটিকে বলেছে, বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী বিচার ছাড়াই কাউকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার অজুহাতে আটক রাখা যায়।

তারা মনে করে, এই আইন মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি।

সংগঠনটি মেঘনার অবিলম্বে মুক্তি, অভিযোগের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত এবং বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানায় তারা।

এইচআরএফবি আরও উল্লেখ করে, রাতের আঁধারে কারও বাসায় বলপূর্বক প্রবেশ করে আটক করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।