বৈশাখ মানেই রঙ, উৎসব, আর চারুকলার সৃজনশীলতার চূড়ান্ত প্রকাশ। রাত পোহালেই আনন্দ শোভাযাত্রা। এই উপলক্ষে ঢাবির চারুকলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পহেলা বৈশাখ আসতেই ঢাবির চারুকলা অনুষদ ও অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় অন্যরকম ব্যস্ততা। এই উৎসব যেন হয়ে ওঠে একপ্রকার বাস্তব অনুশীলনের মঞ্চ।
বৈশাখী থিমের কম্পোজিশন, মুখোশ ডিজাইন, আলপনা কিংবা আনন্দ শোভাযাত্রার অনুপ্রেরণায় ভিজ্যুয়াল উপস্থাপন। আনন্দের সঙ্গে প্রস্তুতি চলছে। চারুকলার প্রস্তুতি মানেই রং, লাইন, ছন্দ আর চিন্তার বিস্তার।