বাঙালির প্রাণের উৎসব নববর্ষে ঢাকাবাসীর মাঝে আনন্দ আর ঐতিহ্যের রঙ ছড়িয়ে দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজন করেছে ‘বৈশাখী মেলা ও নগর উৎসব ১৪৩২’। তিন দিনব্যাপী এই উৎসবে থাকছে নানামুখী আয়োজন।
রবিবার (১৩ এপ্রিল) গুলশান-২ এর শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে এ উৎসব আয়োজন শুরু হয়েছে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
প্রথমদিনের আয়োজনে রয়েছে– বেলা ১২টায় স্টল অবমুক্তকরণ, বেলায় ৩টা ঘুড়ি উৎসব, বেলা ৩টা ৩০ মিনিটে পাপেট শো (গুফি), বিকাল ৪টায় বর্ষবিদায় উৎসব, বিকাল ৪টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান, বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগর ভাবনা সেশন। সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতি, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কনসার্ট (শতক), রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্ট (জলের গান) এবং রাত ৯টা আলপনা অঙ্কন।
আগামী দুই দিনও রয়েছে নানাবিধ আয়োজন।