ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সবচেয়ে বড় মোটিফ ফ্যাসিবাদের প্রতিকৃতি দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার পর আবারও পুরোদমে চলছে মোটিফটি তৈরির প্রয়াস। তবে একদিনে সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষক ও শিল্পীরা।
রবিবার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা পুরোদমে কাজ শুরু করেছে। তারা চেষ্টা করছে সফল হতে পারবে কিনা সেটা বলতে পারছি না। ১০ থেকে ১২ দিনের কাজ একদিনে করা প্রায় অসম্ভব।
এর আগে শনিবার রাতে চারুকলার প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উপাচার্য বলেন, ‘আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসেই, ষড়যন্ত্র থাকে। তবে মানুষের পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো, শত্রুর মুখে ছাই দিয়ে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং চাই সবাই আমাদের পাশে থাকুক।’