সকাল থেকেই মার্চ গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা করেন লাখো মানুষ। এক পর্যায়ে মানুষে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে হাজারো মানুষ রমনা পার্কে অবস্থান নেন।
শনিবার (১২ মার্চ) দুপুরে রমনা পার্ক ঘুরে এই চিত্র দেখা যায়।
রমনা পার্কে অবস্থান করা আমজাদ হোসেন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেক মানুষ হয়েছে। আমি ঢুকতে চাইলেও পারিনি। তাই এখানে আছি। অনেকে দেয়াল টপকে ঢুকেছে, আমি আর সেই চেষ্টা করিনি। এখনে হাজারখানেক মানুষ হবে।
মার্চ ফর গাজায় অংশ নিতে আসা আব্দুর রজমান নামে এক ব্যক্তি বলেন, আমি বনশ্রী থেকে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যেতে পারিনি। তাই রমনায় এসে বসেছি।
উল্লেখ্য, শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নেন লাখো লাখো মানুষ।