মার্চ ফর গাজা:  শাহবাগ থেকে ফার্মগেটে জনস্রোত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচি শেষে হাজারো মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে। এতে সড়কে তৈরি হয়েছে জনস্রোত।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে সরেজমিন শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে এই জনস্রোত দেখা গেছে।

এর আগে, এই কর্মসূচিকে ঘিরে গণজামায়াত শুরু হয় সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর ২টার পর রাজধানীর কিছু পয়ন্টে মানুষের ঢল নামে। এতে করে চারিদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যানবাহন চলাচলের চেষ্টা করছে। কোথাও কোথাও সড়কের এক পাশে যানবাহন চলাচল করলেও, অন্য পাশ এখনও বন্ধ।