দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগিরই অভিযান: ডিএনসিসি

দখল হওয়া পাবলিক স্পেস শিগগিরই উদ্ধার করতে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে অঞ্চল-৩ এর গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ ঘোষণা দেন।

তিনি বলেন, খাস জমি উদ্ধার করে ছোট ছোট পাবলিক স্পেস গড়া হবে। খেলার মাঠ ও পার্কগুলো সার্বক্ষণিক তদারকিতে থাকবে, অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। এলাকাবাসীর অংশগ্রহণে তদারকি কমিটি গঠন করা হবে।

প্রশাসক জানান, ফুটপাত-রাস্তায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে কঠোর অভিযান চালানো হবে। প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ডিএমপি ইতোমধ্যে ‘ট্র্যাপার’ বসানো শুরু করেছে।

প্রশাসক এজাজ বলেন, মশক ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দিষ্ট দায়িত্ব প্রকাশ করা হবে ডিএনসিসির ওয়েবসাইটে। দায়িত্বে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। ‘সবার ঢাকা’ অ্যাপ চালু হলে নাগরিকরা সহজেই অভিযোগ জানাতে পারবেন।

গণশুনানিতে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।