ইসরায়েলের আক্রমণ থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘গণহত্যা বন্ধ করো,ফিলিস্তিন মুক্ত করো’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিকে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামের সংগঠনও ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পৃথক সমাবেশ আয়োজন করে।
রফিকুল ইসলাম বাবলু বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি এবং তা অব্যাহত থাকবে। কিন্তু তাকে বলতে চাই, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আপনি একটি কার্যকর ভূমিকা গ্রহণ করুন। কিন্তু এই সমর্থনকে কাজে লাগিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। আপনাকে আরও বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতকে মোটেও ছাড় দেবেন না।
দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশের আয়োজনে এফইএবি ঢাকা মহানগরী উত্তরের প্রেসিডেন্ট প্রকৌশলী কাজী আবিদ হাসান সিদ্দিক সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুয়েটের ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ডিপার্টমেন্টের অধ্যাপক প্রফেসর প্রকৌশলী ড. ফখরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফার গণহত্যা শুধু অন্যায় কিংবা মানবাধিকার লঙ্ঘন নয় বরং মানব ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নেতারা বলেন, আমেরিকার মদতে ফিলিস্তিনে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আন্তর্জাতিক মহল যেন ইসরায়েলকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তারা সেই দাবি জানিয়েছেন।