নববর্ষের শোভাযাত্রায় তরুণ মিউজিশিয়ানদের গিটার নিয়ে অংশ নেওয়ার আহ্বান উপদেষ্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রায় ২শ’র বেশি মিউজিয়ান অংশগ্রহণ করবেন। ঢাকা ও আশপাশের ইয়ং মিউজিশিয়ানদের নিজস্ব গিটার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলা ব্যান্ড মিউজিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন। বাংলা ব্যান্ড মিউজিয়ান্সের পক্ষে ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু।

উপদেষ্টা ফারুকী বলেন, ‘‘নববর্ষ-১৪৩২ উপলক্ষে এই প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে। এটি হবে সত্যিকারের মতো অন্তর্ভুক্তিমূলক উৎসব। যেখানে সব জাতিগোষ্ঠী এক হবে। আমরা মনে করি ফিলিস্তিনিদের জন্য ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন।’’

তিনি বলেন, আমরা সব জায়গায় আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে চাই। স্বাধীনতার ৫৪ বছরে এবারই প্রথম চাঁদ রাতের অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। আগামীতে আরও অন্যরকম আয়োজন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘এবারের পহেলা বৈশাখের মূল বার্তা হচ্ছে— শান্তিময় একটি পৃথিবী চাই। এই মুহূর্তে পৃথিবীর একটি দেশে বেশ অস্থিরতা বিরাজ করছে। সেখানে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। সেটা আসলেই কাম্য নয়। সেই বিষয়টি সমানে রেখেই আমরা ব্যতিক্রমী কিছু পরিবশেন করতে চাই। তাই এবারই প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যান্ড মিউজিশিয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছে।’ তিনি এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।