বিএমইউয়ে ফিলিস্তিনে বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইতিহাসের নিষ্ঠুরতম অমানবিক, ঘৃণ্য  হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া এই হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ জোহর এসব কর্মসূচি পালিত হয়। গায়েবানা জানাজার আগে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘এখনও গাজাসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা করছে। আমাদের এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিবাদকে কর্মসূচিতে পরিণত করতে হবে। সর্বোপরি এই যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন)এছাড়া এই অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

গায়েবানা নামাজে জানাজায় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, চিফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান, এনডিএফ এর বিএমইউ শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ এর সহকারী প্রক্টর ডা. মো. শাহরিয়ার শামস লস্কর, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলরের (গবেষণা ও উন্নয়ন) একান্ত সচিব মোহাম্মদ আনিছ উর রহমান, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খান প্রমুখসহ বিএমইউর সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিএমইউর কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, কামরুন নাহার, সাবিনা ইয়াসমীন প্রমুখসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।