ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে প্রতারণা, পরে সিআইডির জালে ধরা!

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে, কখনও অনলাইনে আউটসোর্সিং কাজ শেখানো, কখনও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে অভিনব উপায়ে প্রতারণা করার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

ঢাকা লালবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (৭ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এসময় তাদের কাছ থেকে অপরাধকার্যে ব্যবহৃত ৬টি মোবাইল, ১৪টি সিম  জব্দ করা হয়।

পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করতে থাকার এক পর্যায়ে সিম নম্বরগুলো বন্ধ করে সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে, নতুন হোয়াটস অ্যাপ চালু করে ব্যবহার করে এবং সেসব একাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে বিভিন্ন অনলাইন আউটসোর্সিং কাজ দেওয়ার নামে কিংবা অন্য কোনও উপায়ে প্রলুব্ধ করে অর্থ গ্রহণ করতো।

তিনি আরও বলেন, এ বিষয়ে পল্টন থানায় মামলা হয়। পরে মামলাটি নিয়ে সিআইডি কাজ করে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হয়।