ছাত্রলীগ নেত্রী নদী ফের রিমান্ডে

ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদীকে (৩৪)  ফের ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন নদীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. আল আমিন। আমরা  রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করি। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ১৫ ডিসেম্বর রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে দুদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ২৪ অক্টোবর রাত ২টা ৪৫ মিনিটে ২৫ থেকে ৩০ জন আসামি ধানমন্ডি মডেল থানার বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাসভবনের সামনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার উদ্দেশ্যে মিছিল করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ। পরে গত ১২ মার্চ নদীকে এ মামলায় গ্রেফতার দেখায় আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা নদীর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচারের স্বার্থে সহযোগী পলাতক আসামিদের নাম-ঠিকানা শনাক্ত, গ্রেফতার, আসামিদের উদ্দেশ্য পরিকল্পনাসহ ঘটনার পরিকল্পনাকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, মামলার পরিকল্পনায় আসামিদের কার কী ভূমিকা ছিল—সে বিষয়ে তথ্য উদঘাটনের জন্য আসামি নদীকে ৭ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।