নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আসন্ন ঈদুল ফিতরে বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আনন্দ মিছিল, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারীদের মিষ্টি ও সেমাই দিয়ে আপ্যায়ন করা হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।
ডিএনসিসি জানায়, উৎসবে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ঈদের জামাত, ঈদ আনন্দ মিছিল ও ঈদ মেলার আয়োজন করা হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ)।
ঈদের জামাত শেষে সেখান থেকে শুরু হবে ঈদ আনন্দ মিছিল, যা আগারগাঁও প্রধান সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউতে (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) গিয়ে শেষ হবে। এই আনন্দ মিছিলে থাকবে ঘোড়ার গাড়ি, ঢোল-বাজনা এবং ‘ন্যায্য ঢাকা’ গড়ার বার্তা সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড।
মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে অংশগ্রহণকারীদের জন্য সেমাই ও মিষ্টির ব্যবস্থাও থাকবে।
এ উপলেক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) ডিএনসিসিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ঈদের জামাতের জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে,
সেখানে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে এবং ওজুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার বিষয়েও যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল ৯টায় ঈদ আনন্দ মিছিল শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।