সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী ও তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক চিফ হুইপ ও মাদারিপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া নিজ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠান ও নিজ নামের আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকার সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।
অপরদিকে, নূর ই আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৩০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।