রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, স্থানীয় মাদক কারবারিরা সেলিমকে কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে পল্লবী সাংবাদিক প্লটের ৩ নম্বর ওয়াপদা বিল্ডি কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় আধিপত্য ও মাদক বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি আরও তদন্ত করে করে হচ্ছে।’
নিহত সেলিম স্ত্রী-সন্তান নিয়ে মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। জানা যায়, ইফতারের পরপরই ওয়াপদা বিল্ডিংয়ের পাশে মাঠে শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানায়।
নিহতের আত্মীয় আশিকুর রহমান অভিযোগ করেন, স্থানীয় মাদক কারবারি পারভিন, রনি, জনি, সীমা ও রানীসহ আরো বেশ কয়েকজন শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে হত্যা করেছেন।