আসন্ন ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে রাজধানীর বিভিন্ন গ্যারেজে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (২১ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশানর (মিডিয়া অ্যান্ড জনসংযোগ) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (২১ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আমিনবাজার ব্রিজ থেকে নবাবেরবাগ মোড় পর্যন্ত বেড়িবাঁধের পাশে বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে এ অভিযান চালানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিভিন্ন গ্যারেজ ও বডি তৈরির প্রতিষ্ঠানের মালিকপক্ষকে যেকোনও বেআইনি কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার জন্য মুচলেকা গ্রহণ করে এবং তাদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়।
অভিযান পরিচালনাকালে ট্রাফিক-মিরপুর বিভাগ পুলিশি সহায়তা প্রদান করে। অভিযানে উপস্থিত ছিলেন, ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর জোন, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-দারুস সালাম জোনসহ মিরপুর-ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় কোনও অদক্ষ ও ফিটনেসবিহীন বাস যেন রাস্তায় চলাচল করতে না পারে, সেকারণে এ ধরনের অভিযান চলমান থাকবে।