এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ৩ মামলা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ মার্চ) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন জানান, সিতাংশু কুমার সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর হিসেবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বিশাল অঙ্কের অস্বাভাবিক লেনদেন করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় এসব অর্থ উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে এক কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা ও বৈদেশিক মুদ্রায় এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৫৫ হাজার ইউরো এবং এক কেজি ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার নিজ দখলে রাখেন। তিনি বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ও তার সহযোগিতায় নিজের ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় সেটা উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনের জন্য স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করে ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন দণ্ডবিধিতে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে।

পিতা এস কে সুরের ক্ষমতার অপব্যবহার করে ও পরস্পর সহযোগিতায় মেয়ে নন্দিতা সুর চৌধুরী নিজেরে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন করেছেন। তিনি ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে নন্দিতা সুর চৌধুরী ও সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।