আদাবরে টুন্ডা বাবুর ভাইসহ গ্রেফতার ৪

রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত টুন্ডা বাবু গ্রুপের চারজন সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার (১৫ মার্চ) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৬ মার্চ) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— টুন্ডা বাবুর ভাই মো. স্বপন, তার সহযোগী জাহিদ, ভাইপো আশিক ও শাহরিয়ার ওরফে টেপা। এসময় তাদের কাছ থেকে ৫২০ পোটলা রেডিমেড গাঁজার স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছয়টি ছোট-বড় ছুরি জব্দ করা হয়েছে।  

সম্প্রতি ভাইরাল অস্ত্রবাজি কিশোর আশিক

কিশোরের অস্ত্রবাজির ভিডিও ভাইরাল হয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কিশোরের অস্ত্রবাজির ভিডিও ভাইরাল হয়, যেখানে এক কিশোরকে সামুরাই চাপাতি হাতে দুই তরুণকে ভয় দেখিয়ে কোপাতে দেখা যায়। ভিডিওতে থাকা কিশোর আশিক সম্পর্কে টুন্ডা বাবুর ভাতিজা। সে টুন্ডা বাবু গ্রুপের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। একই ভিডিওতে থাকা শাহরিয়ার ওরফে টেপাকেও গ্রেফতার করা হয়েছে।

২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, টুন্ডা বাবু ও তার ভাই স্বপন উঠতি বয়সী কিশোরদের প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রলুব্ধ করতো। তারা সোশ্যাল মিডিয়ায় এসব কিশোরদের ভাইরাল করতো, যাতে তারা সহজেই অপরাধের জগতে জড়িয়ে পড়তে পারে। 

টুন্ডা বাবুর গ্রেফতারের পর তার ছোট ভাই স্বপন গ্যাংটির নেতৃত্ব দিচ্ছিলো। সেনাবাহিনীর অভিযানে এখন টুন্ডা বাবুর চার সহযোগী ধরা পড়েছে। অপরাধ নিয়ন্ত্রণে অভিযান ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।