এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত

এমপিওভুক্তি করতে সরকারের আশ্বাসে লাগাতার আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন সম্মিলিত নন-এমপিও শিক্ষক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সংগঠনের সভাপতি ও আন্দোলনের সমন্বয় অধ্যক্ষ সেলিম মিয়া।

অধ্যক্ষ সেলিম মিয়া সংবাদ সম্মেলনে জানান, গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও বিভাগীয়, শিক্ষা উপদেষ্টাকে স্মারককলিপি দিয়েছিলাম। এরপর থেকে ১৭তম দিনের লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে দুই জন শিক্ষক মৃত্যবরণ করেন। অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষক আহত হয়েছেন। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে মানবেতর জীবন-যাপন করছি। এমতাবস্থায় আমরা আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার অফিসে আমরা পদযাত্রা করি। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়। শিক্ষা উপদেষ্টা, মন্ত্রণালয়ে সচিব এবং একজন যুগ্ম-সচিব আমাদের সঙ্গে আলোচনা করেন।  

সেলিম মিয়া জানান, নন-এমপিও শিক্ষকদের পক্ষ থেকে ৯ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের সভাপতি ও সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে নয় সদস্য শিক্ষকদের দাবি তুলে ধরেন।

সেলিম মিয়া বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের সব কথা লিপিবদ্ধ করেন এবং আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। আলোচনা সাপেক্ষ স্বীকৃতি পাওয়া সচল সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি নীতিগতভাবে মেনে নেন এবং আমাদের কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ জানান। তারা জানান, আগামীকাল থেকে এমপিওভুক্তি প্রাথমিক কাজ শুরু হবে। আগামী মে মাসের মধ্যে এমপিও চূড়ান্ত করে তালিকা (শিক্ষা প্রতিষ্ঠানের) প্রকাশ করা হবে। সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় সর্বসম্মত সিদ্ধান্তে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।