দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছে ‘সম্মিলিত নারী’ প্রয়াস নামে এক সংগঠন। সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, ‘যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি, ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় কেসও নেওয়া হয়নি। যদিও কোনও ধর্ষকে আইনের আওতায় আনা গেছে বা ঘটনা গণমাধ্যমে এসেছে, দেখা গেছে, সে কোনও না কোনও এমপির আত্মীয় পরিচয়ে কিংবা রাজনৈতিক প্রভাবে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কির হতে দেবো না।’

সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, ‘আজ একটি পরিবারে, ঘরে শিশু নিরাপদ নয়। আমাদের মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে-বাইরে সমান নিরাপদবোধ করবেন। নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী শিক্ষার বিকল্প নেই।’

এ সময় মানববন্ধনে আরও ছিলেন– সম্মিলিত নারী প্রয়াসের সহ-সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী, সহকারী সেক্রেটারী সাহেল মুস্তারি, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম প্রমুখ।