নারী দিবসে সহযোগিতা পেলো আপন নিবাসের বৃদ্ধ মায়েরা

বিশ্ব নারী দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব ধানমন্ডি রাজধানীর উত্তরখানে অবস্থিত আপন নিবাস বৃদ্ধাশ্রমে অবহেলিত বৃদ্ধ মায়েদের পাশে দাঁড়িয়েছে। শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। রবিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইনার হুইল ক্লাব ধানমন্ডির প্রেসিডেন্ট ফারজানা আবেদীন টুম্পা, ডিসট্রিক্ট ভাইস চেয়ারমান (২) শামীম খোন্দকার, সেক্রেটারি নাজনীন নাহার এবং ক্লাবের সদস্যরা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।

উল্লেখ‍্য, এই আশ্রমটিতে সংসারে অবাঞ্ছিত, নাম পরিচয়হীন, ঠিকানাবিহীন, মানসিক ভারসাম্যহীন রাস্তায় পরিত‍্যক্ত অবস্থায় থাকা নারীদের পরম আশ্রয়স্থল। সদস‍্যরা এসব মায়েদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আশ্রমের বাসিন্দারা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

ডিসট্রিক্ট ভাইস চেয়ারমান (২) শামীম খন্দকার বলেন, বিশ্ব নারী দিবসে কমিউনিটি সার্ভিসের আওতায় আমরা ইনার হুইল ক্লাবের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করার চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি।

প্রেসিডেন্ট ফারজানা আবেদীন টুম্পা বলেন, ‘ইনার হুইল ক্লাব সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত, এরই ধারাবাহিকতায় আমরা আজ এই বৃদ্ধাশ্রমের ১১০ জন বাসিন্দার মাঝে দৈনন্দিন খাদ্য হিসেবে চাল, ডাল, তেল, চিনি, বুট, মুড়ি, চিড়া, চিনি, আলু, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করি।'

আপন নিবাস বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী জানান, এই আশ্রমে সমাজে পরিচয়হীন ও সংসার পরিত‍্যক্ত বৃদ্ধাদের সুশ্রুষা এবং মৃত্যু পরবর্তী সৎকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করা হয়। বৃদ্ধাশ্রম পরিচালনা একটি ব‍্যয়বহুল ও কঠিন কাজ। সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা পেলে সেবার পরিধি ও মান আরও সম্প্রসারিত করা সম্ভব।