সেমিনারে বক্তারা

নারীর অধিকার নিজেদের আদায় করে নিতে হবে

সামনের দিনগুলোতে নারীকে সুযোগ দিতে হবে। নারীরা মানবিক সমতায় আসতে হবে, শুধু সমতা বললে হবে না। শিক্ষা, অজ্ঞতা আর ধর্ম নারীদের আটকে দেয়। ফলে নারীদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন বক্তারা।

শনিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর পান্থপথ এলাকায় অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে পরিকল্পিত গর্ভধারণ ও ব্যথামুক্ত প্রসবের জন্য করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালটির চেয়ারম্যান ড. লেনিন চৌধুরী। অনুষ্ঠানে শুরুতে শিশুদের মনোজ্ঞ আয়োজন ও নিত্য পরিবেশনা করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ও নারী স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার’।

ডা. লেনিন চৌধুরী বলেন, আমি বলবো, যা কিছু কল্যাণকর সবটাই করেছেন নারী। শুধু সমতা বললে হবে না। নারীদের মানবিক সমতায় আসতে হবে। সামনের দিনগুলোতে নারীকে সুযোগ দিতে হবে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডা. পঙ্কজ কান্তি সূত্রধর বলেন, প্রতি বছরে এদিনে আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করে থাকি। নারীদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। নারীদের প্রসবকালীন সময়ে প্রশিক্ষণ বার্থ এটেনডেন্ট এবং কীভাবে আমরা মাতৃ মৃত্যুকে প্রতিরোধ করতে পারি। সেগুলো নিয়ে আরও কাজ করার প্রয়োজন। কিশোর বয়সে গর্ভধারণের ২৪ শতাংশ। সেখানে নানা ধরণের ঝুঁকি রয়েছে। এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন সম্ভব।

সেমিনারে বক্তারা বলেন, দিবস পালন করা হয়। তবে এজেন্ডা মনে রাখতে হবে, কাজের মধ্যে, চিন্তার মধ্যে। নারীদের বৃহৎ জনগোষ্ঠী অবহেলিত। আমাদের সচেতন হতে হবে। আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। একটি ভালো দেশ গড়তে হলে ভালো মানুষ হতে হবে। সেটা কী আমরা করতে পেরেছি। যদি অধিকার কথা বলি তাহলে সে অধিকার পরিবার থেকে শুরু হওয়া উচিত। 

সেমিনারে হাসপাতালটির অধ্যাপক (স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা) বিলকিস বেগম চৌধুরী একটি প্রবন্ধ উপস্থাপনা করেন। সেখানে গর্ভধারণের পূর্ব প্রস্তুতি, গর্ভকালীন পরামর্শ, স্বাভাবিক প্রসব ব্যথামুক্ত, আমার চাই সুস্থ মা ও সুস্থ শিশু এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

লাইন ডাইরেক্টর (অব.) পরিবার পরিকল্পনা অধিদফতর ও প্রসূতি স্ত্রীরোগ এবং পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ ডা. নুরুন নাহার বেগম রোজী, ডা. আরেফিন আমিনুল ইসলাম ও হাসপাতালটির সব নারী চিকিৎসকসহ আগত বিভিন্ন পেশাজীবী নারীরা সেমিনারে উপস্থিত ছিলেন।