সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করতে গেলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে গতকাল (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। 

নাহিদ বলেন, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি থেকে একটি রাজনৈতিক দল হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় আর এক্সিস্ট করে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান থাকবে, কেউ এই পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।