গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় খুন

রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় মো. সিয়াম (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদীপ গ্রামের মো. ইয়াকুব আলী ও হনুফা বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়ার সাধনা গলি, সতীশ সরকার রোডে বসবাস করতেন এবং তার বাবার পান-সিগারেটের দোকানে কাজ করতেন। 

নিহতের মামা মো. হারুন জানান, রাতের খাবারের পর সিয়াম বাসা থেকে বের হয়। শহিদ চেয়ারম্যানের ঢালকানগর এলাকায় পৌঁছামাত্রই পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের সদস্য সোহাদ, তাসিনসহ ১৫-২০ জন তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সোয়া রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খান জানিয়েছেন, ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। পূর্বশত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।