সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ মার্চ) এ দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের হাতে।
এদিন বিকালে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, টিপু মুনশির নামে ১১ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরমধ্যে ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদের বৈধ কোনও উৎস পাওয়া যায়নি। এছাড়াও তার নিজ নামের ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার অস্বাভাবিক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন। এসব কারণে দুদক আইন ও মানিলন্ডারিং আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির ৬ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৬২৭ টাকার সম্পদের মধ্যে ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার বৈধ কোনও উৎস পাওয়া যায়নি। এ কারণে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অনন্যা মুনমি এবং তৃষা মুনশির নামে কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে। এ জন্য তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।