নদী দখল ও দূষণের সঙ্গে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বুধবার (৫ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে সংস্থাটি।
বৈঠক শেষে সংগঠনের সভাপতি, আইনজীবী মনজিল মোরসেদ জানান, উচ্চ আদালতের পরামর্শ অনুযায়ী, নদী দখলকারীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি উল্লেখ করেন, নদী কমিশনের তালিকায় ৫৪ হাজার ব্যক্তি নদী দখল ও দূষণের সঙ্গে জড়িত।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রতিনিধিরা জানান, নির্বাচন কমিশন অন্যান্য আইনের সংশোধনের পাশাপাশি এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।