স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের মতো দাবি আদায়ের লক্ষ্যে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন পালন করছে সরকারি, স্বায়ত্তশাসিত দফতর-অধিদফতরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পের কর্মকর্তারা।
মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আমরণ অনশন পালন করছেন আউটসোর্সিং কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি থেকে দাবি আদায়ে এই আমরণ অনশনে পালন করছেন তারা। অনশনকারীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবে।
তারা আরও বলেন, সরকারি-আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করতে হবে। বিনা কারণে চাকুরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে এবং বকেয়া বেতন পরিশোধ করতে হবে; আমাদের দাবি এটাই।
অনশনে কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক আউটসোর্সিং কর্মী উপস্থিত ছিল। এতে করে সাময়িকভাবে রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।