জমে উঠেছে পুরান ঢাকার ইফতার বাজার

বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। প্রতি বছরের মতো পবিত্র রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। পুরান ঢাকার চকবাজার, নাজিরাবাজার, নারিন্দাসহ বিভিন্ন এলাকা ঘুরে রবিবার (২ মার্চ) রোজার প্রথম দিনেই দেখা গেছে ইফতার ব্যবসায়ীদের হাঁকডাক। এখানকার ইফতারের ভেতর রয়েছে নানা বৈচিত্র্য। তালিকায় রয়েছে আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লম, বটি কাবাব, টিকা কাবাব, কোতা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, নিমকপারা, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দইবড়া, কাশ্মীরি শরবত, বড়বাপের পোলারা ইত্যাদি।

রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারের বাজার

ক্রেতাদের হাতে পছন্দের ইফতার তুলে দিচ্ছেন তারা

ইফতারের অন্যতম আকর্ষণ জিলাপি গরম গরম তুলে রাখা হয়েছে

হরেক রকম ইফতারি সাজিয়ে রাখা হয়েছে

ছোলার ঘ্রাণ ছড়িয়ে গেছে

অনেকের পছন্দ পুরান ঢাকার লাবাং

পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও সবজি পাকোড়া

আনারস-পেঁপে বিক্রির ব্যস্ততা

পছন্দের ইফতার হাতে পাওয়ার অপেক্ষা