সাংবাদিক শাহরিয়ার আরিফকে হুমকির ঘটনায় ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

সংগঠনের সদস্য ও চ্যানেল-২৪-এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এ ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রাণনাশের হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শাহরিয়ার আরিফ। জিডিতে তিনি উল্লেখ করেন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলেন। এ বিষয়ে চ্যানেল-২৪-এ বিস্তারিত তথ্য-প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়।

প্রচারিত ওই সংবাদে তথ্য-প্রমাণসহ আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে প্রচার করছেন, তিনি আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল-২৪ এ সংবাদ প্রচার হলে ক্ষেপে যান ল্যাংড়া দেলোয়ার। এ ঘটনার জের ধরে সাংবাদিক শাহরিয়ার আরিফকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।