ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা গৌরবের। এটি সওয়াবেরও কাজ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। এ কারণে স্বাস্থ্য ভালো রাখাটা গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের সুস্থ ও নীরোগ রাখতে পারি।’ তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা দিতে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিক্যাল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, ‘স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে।’ তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে সবাইকে অনুরোধ জানান।
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদরোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে ৪৮ জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা দেন। এ মেডিক্যাল ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা নেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা।