আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে চেয়ার চাইলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। পরে তাকে কাঠের চেয়ার দেওয়া হয়। শুনানির শেষ পর্যন্ত তিনি চেয়ারে বসে ছিলেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ ঘটনা ঘটে। এদিন সকাল ১০টা ১১ মিনিটে আমুসহ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মেয়রসহ ১১ জনকে আদালতে তোলা হয়। ১০টা ১৭ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। এ সময় তিনি আদালতের কাঠগড়ায় সামনের দিকে দাঁড়িয়ে ছিলেন। ১০টা ২৬ মিনিটে খিলগাঁও থানার মামলায় আমুকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির সময় তিনি কাঠগড়ার সামনের দিকে ঝুঁকে বসেন। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। পরে আমির হোসেন ইশারায় চেয়ারের জন্য আবেদন করেন। আদালত চেয়ার দেওয়ার অনুমতি দেন।
এরপর অন্য আসামিদের শুনানি চলাকালে ১০টা ৪০ মিনিটে কাঠগড়ায় বসার জন্য আমুকে কাঠের চেয়ার দেওয়া হয়। এরপর তিনি ১১টা পর্যন্ত কাঠগড়ায় চেয়ারে বসে অন্যদের শুনানি শোনেন। এ সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তার খোঁজ নেন।
আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত সেপ্টেম্বরে তার বাবা কামাল হোসেন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।