‘উৎপাদন-কর্মসংস্থান না থাকলে অর্থনীতিকে নিয়ে দোয়া-দরুদ পড়ে লাভ হবে না’

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো.আব্দুল মজিদ বলেছেন, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, রেমিট্যান্স ও রিজার্ভ কমে যাচ্ছে। আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় নিজস্ব অভ্যন্তরীণ রেভিনিউ থেকে একটা বিকল্প পথ বের করতে হবে। গতকাল বাণিজ্য উপদেষ্টা যাকাত নিয়ে কথা বলেছেন। আমরা যেটা বলতে চাই— দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে উৎপাদন ও কর্মসংস্থান যদি না থাকে তাহলে এই অর্থনীতিকে নিয়ে আমি যতই দোয়া-দরুদ পড়ি, কোনও লাভ হবে না। এটা দাঁড়াতে পারবে না। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এবারের বাজেট গত ২০২৪-২৫ এর বাজেটের চেয়ে ভিন্ন হবে বলে মন্তব্য করে মো. আব্দুল মজিদ বলেন, ২০২৪-২৫ এর বাজেট বানানো হয়েছে নির্বাচনের বছরে। ক্লাসিক্যাল নিয়মানুযায়ী নির্বাচনের বছরে দুইটা বাজেট হয়। একটা হচ্ছে— প্রথম ছয় মাস যারা পুরানো থাকেন তারা বাস্তবায়ন করবেন। আরেকটা যে সরকার আসবে তারা ঠিক করবে। গতবারের বাজেট এমনভাবে দেওয়া হয়েছে, মনে হয় পৃথিবীতে কিছুই ঘটবে না, সবকিছু ঠিক থাকবে। এরকম একটা বিরাট ব্যয়ের বাজেট তারা (আওয়ামী লীগ সরকার) দিয়ে গেছেন। 

তিনি বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পরে সেই পুরানো বাজেট, ব্যয়ের বাজেটটা ঠিক রেখে আমরা চলছি। একটা অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি নিয়ে পরবর্তীকালে যে যাত্রা শুরু, এ থেকে কাটিয়ে উঠতে সংগ্রাম চলছে। এর প্রেক্ষাপট আগের তুলনায় ভিন্ন। যার জন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং এই প্রেক্ষাপটে ২০২৫-২৬ এর বাজেটটি হবে অন্যধরনের। এবারের বাজেটের আকার অনেক ছোট হবে। অকাজের, অপব্যয়ের, আত্মসাতের টাকা ফেরানোর বা ঘুরানোর ধান্দা এখানে থাকতে পারবে না এবং থাকার কোনও সম্ভাবনা নেই।

এনবিআরের এই সাবেক চেয়ারম্যান বলেন, সমস্ত জাতিকে যাকাত দেওয়ার ব্যাপারে যদি উদ্বুদ্ধ করতে পারি এবং দায়িত্বশীলতার সঙ্গে যাকাতের টাকা দেয়, তাহলে সে টাকা দিয়ে সরকারের সোশ্যাল সেফটি নেট (সামাজিক নিরাপত্তা) জন্য আলাদা বাজেট লাগবে না। বরং সোশ্যাল সেফটি নেট করে যদি দ্রব্যমূল্য ঠেকানো যায় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটের জন্য হাহাকার করতে হবে না।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুহম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।