দিল্লি হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভারতের রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুরু হয়। বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলাম পতাকা উত্তোলন করেন। পরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

সকালে দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বাণী পাঠ করা হয়, যাতে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।