রাষ্ট্রপতিকে শহীদ মিনারে আসতে না দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে আসতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স টাওয়ার পার হয়ে মিছিল নিয়ে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে গেলে কর্মচারী ভবনের সামনে পুলিশ বাধা দেয়। প্রতিবেদন লেখা অব্দি তারা পুলিশের মুখোমুখি অবস্থানে বিক্ষোভ করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। 

তারা পুলিশের মুখোমুখি অবস্থানে বিক্ষোভ করছেন।

আন্দোলনকারীরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। তারা গত কয়েকদিন ধরে রাজু ভাস্কর্যে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে অবস্থান কর্মসূচি ও অনশন ধর্মঘট করছিলেন।

আন্দোলনকারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী সেতু এ তথ্য নিশ্চিত করেছেন।