মানব পাচার: এসএস ও বিসিএল গ্রুপের চেয়ারম্যানের যাবজ্জীবন কারাদণ্ড 

পোলান্ডে নেওয়ার কথা বলে ভারতে নিয়ে ফেরত আনায় মানবপাচারের অভিযোগে করা মামলায় এসএস ও বিসিএল গ্রুপের চেয়ারম্যান সুমন তালুকদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন আদালত।

ঢাকার মানবপাচার ও অপরাধ দমন ট্রাইবুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম গত ১৬ ফেব্রুয়ারি এ আদেশ দেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মানবপাচার ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর  মো. মোস্তফা কামাল খান এ তথ্য জানান। 

২০১৯ সালের জুন মাসের ২৭ তারিখ মিরপুর থানায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমন তালকুদার ও তার স্ত্রী কামরুন্নাহার আরিয়ানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর চাচাতো ভাই মুহাম্মদ শাহাব উদ্দিন। গত ২০২০ সালে ২৪ ফেব্রুয়ারি সব আসামিকে খালাসকে দিয়ে সুমন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় পিবিআই। পরে অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদী মুহাম্মদ শাহাব উদ্দিনের চাচাতো ভাই শফিকুল ইসলাম, ভাতিজা নাজমুল হোসেন ও বন্ধুর ভাই রফিকুল ইসলামকে গত ১৩ ডিসেম্বর ২০১৭ সালে পোলান্ডে পাঠানোর ব্যাপারে রাজি হয় এসএস ও বিসিএল গ্রুপের চেয়ারম্যান সুমন তালুদার। পরবর্তী সময়ে বিভিন্ন সময় চেকের মাধ্যমে ১৬ লাখ ৪০ হাজার টাকা দেন। এরপর ৩০ নভেম্বর ২০১৮ সালে শ্যামলী পরিবহনের মাধ্যমে তাদের ভারতে দিল্লিতে পাঠান। ভারতে তাদের হোটেল ডাউন টাউনে রাখা হয়। সেখানে ভারতীয় প্রতিনিধি অ্যাম্বাসি ফেস করানোর কথা বলে টাকা চায়। টাকা দিতে না পারায় তাদের কৌশলে আটকে নির্যাতন করে। ৪৫ দিন পরে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে টাকা চাইতে গেলে ভুক্তভোগীদের মারধর করে। আর কখনও টাকা চাইলে মেরে ফেলার হুমকি দেন।