একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাবিতে থাকবে ১০টি মোবাইল টয়লেট

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা আপামর জনতা। তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জায়গায় থাকবে ১০টি মোবাইল টয়লেট।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা, মুহসীন হলের মাঠ, কার্জন হল, এস এম হল এবং শামসুন নাহার হল। এই পাঁচটি স্থানে দুটি করে মোট ১০টি মোবাইল টয়লেট বসানো হবে।

নিরাপত্তা ইস্যু নিয়ে প্রক্টর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবার আগের থেকে বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, পাশাপাশি আমাদের রোভার স্কাউট, বিএনসিসি কাজ করবে। আমাদের একাধিক মেডিক্যাল টিমও কাজ করবে, যাতে কেউ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।

তিনি বলেন, আমরা এবার দুই ধরনের পাস দিচ্ছি। একটি হলো নিরাপত্তা পাস, যেটা আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে। অন্যটি বেদী পাস, যেটা আমরা এসএসএফের সঙ্গে আলোচনা করে একটা লিস্ট তৈরি করে দিচ্ছি।