শীতের রুক্ষতাকে বিদায় দিয়ে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। বাতাসে ফাগুনের উন্মাদনা। বসন্তের প্রথম দিনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে বসন্তবরণ উৎসব। আয়োজনে রয়েছে সমবেত গান, নৃত্য, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা। সব মিলিয়ে বসন্ত ভালোবাসার আমেজে উৎসবে মেতেছে শহরবাসী।