বসন্ত উৎসব

ঢাবির বটতলায় সমগীতের সুরের মূর্ছনা

গানে গানে বসন্তকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হচ্ছে ‘সমগীত বসন্ত উৎসব-১৪৩১’। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সমগীতের উদ্যোগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে এই উৎসব শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।

সকাল থেকেই বাংলা লোক সংগীত, আদিবাসীদের গানসহ নানা আয়োজনে মেতেছে বটতলা প্রাঙ্গণ। এসেছেন বসন্ত প্রেমীরা, উপভোগ করছেন বসন্ত উৎসব।

সমগীতের আয়োজন উপভোগ করতে এসেছেন অনেকে

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমগীতের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়, মানুষ মালিক নয়, বন্ধু তাহার’ এই আহ্বানে সমগীত বসন্ত উৎসব উদযাপন করছে। সমগীত ১৭ বছর ধরে এই আয়োজন করে চলেছে। এবারের আয়োজনে সমগীত শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। শ্রদ্ধার্ঘ্য আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক নূরুল কবীর।

এই আয়োজনে গান পরিবেশন করবেন শিল্পী কফিল আহমেদ, লীলা, কৃষ্ণকলি, সায়ান, সমগীত, আদিবাসী ব্যান্ড রেরে, সুডোস অন আ রং রুট, অমৌলিক, গঙ্গাফড়িং। নৃত্য নিয়ে থাকবে আকরামুল হিজড়া এবং সাচিং মং মারমা।