চারিদিকে ফুলের গন্ধ, গাছে গাছে কোকিলের কুহুডাক যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। পয়লা ফাল্গুন আজ। ছন্দ, সুরে চলছে বসন্তবরণ উৎসব। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় মানুষের ভিড়। বসন্ত ভালোবাসার আমেজে সবাই মেতেছে এ উৎসবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চারুকলার বকুলতলা এলাকায় সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় সেতারে রাগ বসন্তমুখারী বাদন দিয়ে শুরু হয় আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন।
নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে আসছেন বলে বক্তব্যে জানিয়েছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সদস্যরা। এবারের ১৪৩১ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩১তম।
বসন্তকে বরণ করে নিতে সকাল থেকেই বকুল তলায় ছিলেন অর্পিতা হালদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বসন্তের আগমনী আনন্দকে ভাগাভাগি করে নিতে আমি এখানে আসছি। গান, নৃত্য, কবিতা আবৃত্তি সব মিলিয়ে একটা সুন্দর বাঙালি অনুষ্ঠান। খুব ভালো লাগছে। আমি গত বছরও এসেছিলাম।’